একটু স্বাধীনতা - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -



একটু স্বাধীনতা
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - 


স্বাধীনতা চেয়েছি একটু "
একটি স্বাধীন জীবন "
কবিতার মত স্বাধীন "
একটা স্বাধীন কলম "

স্বাধীনতার সংজ্ঞা লেখার জন্য।
কবির মত স্বাধীনতা "
নজরুলের মত " জীবনানন্দের মত।
জসীম উদ্দীনের মত।

একটা স্বাধীন জীবন "
বার বার চেয়েছি, পাগলের মতো "
উন্মাদের মতো ছুটেছি '
একটা ছোট ভুবন "
সেখানে কেও বলবেনা কিছু "
ভালবাসতে মানা থাকবে না।

একটা স্বাধীন জীবন।
চাইবার অধিকার নাই কি?
অধিকার ই কে দেয়?
অধিকার " একটা প্রহসন।।
বাঙ্গালীর বেচে থাকার প্রহসন।
মরে বেচে থাকার প্রহসন।।

একা থাকবো ""
তবু ভালো "
তোমাদের ছলনা চাই না।
চাই না এ জীবনে কারো অধিকার "
চাই না শাসনের ছলে তোমার শোসন।

তোমার ছলনা বুঝতে কষ্ট হয়।
তুমি ছলনাময়ী "
বার বার তোমরা শোসন করেছ।
শাসন করার নামে "

ছলনার খেলা দেখিয়েছ বার বার।
স্বাধীনতা চেয়েছি '
বাচার স্বাধীনতা চাওয়া পাপ নয়।

No comments

Powered by Blogger.