তোমায় - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমায়
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমায় দিলাম ভালবাসা এক রাশি।।।
দিলাম একটা সাইবেরিয়ান ফুল
তেমায় দিলাম মিষ্টি মধুর সুখ
তোমায় দিলাম স্বপ্ন ছোয়া।
ভালবাসার স্পর্শ তুমি।।
তুমি কি স্বপ্ন হবে মোর ?
তোমায় দিব মিষ্টি একটা দুপুর
তোমার চোখে কি মায়া আছে?
মেয়ে তুমি
কি চাইব তোমার কাছে?
তোমার নাম কি মেয়ে?
কি নামে ডাকবো তোমায়?
কিভাবে চিনবো তোমায়?
তুমি যে আকাশকুসুম স্বপ্ন আমার
তুমি যে রঙয়ে আঁকা স্বপ্ন আমার।
তুমি যে কল্পনার পরী।
দিলাম একটা সাইবেরিয়ান ফুল
তেমায় দিলাম মিষ্টি মধুর সুখ
তোমায় দিলাম স্বপ্ন ছোয়া।
ভালবাসার স্পর্শ তুমি।।
তুমি কি স্বপ্ন হবে মোর ?
তোমায় দিব মিষ্টি একটা দুপুর
তোমার চোখে কি মায়া আছে?
মেয়ে তুমি
কি চাইব তোমার কাছে?
তোমার নাম কি মেয়ে?
কি নামে ডাকবো তোমায়?
কিভাবে চিনবো তোমায়?
তুমি যে আকাশকুসুম স্বপ্ন আমার
তুমি যে রঙয়ে আঁকা স্বপ্ন আমার।
তুমি যে কল্পনার পরী।
No comments