বিবর্তিত প্রেম - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

























বিবর্তিত প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

এই পৃথিবীর সব স্তব্ধতা
একদিন নিরবে কাঁদবে
একদিন তুমি আমি
যে পাহাড়ের চূড়ায়
দেখা করেছিলাম ।
সেটাও পরিণত হবে সমতলে ।


পৃথিবীর  রাতগুলো পাল্টাবে
'অন্ধকার রজনী হবে আলোকিত।
সাইবেরিয়ার কালো চিলগুলো ,
থাকবেনা আর নীরে ।


থাকবে না বুনো শকুনির দল
সব কিছুতেই আসবে পরিবর্তন।
শুধু তোমাতে আমাতে
দেখা হবে না সময়ের প্রয়োজনে।


সময় পৃথিবীকে পাল্টাবে
পাল্টাবে তোমার ভাবনাকে
তখন এই ভবঘুরের কথা আসবে না মনে।


জানবে না কোথায় আছি।
পৃথিবীর কোন প্রান্তরে
তোমার বিবর্তিত প্রেম
একদিন পরিবর্তিত হবে অবহেলায়।


অবহেলা ভরে দেখবে তুমি,
সম্পর্কের শেষ পরিণাম
বাস্তবতা বড্ড কঠোর।
দেখতে সার্কাসের জোকারের মত।


সবাই শুধু তাকে দেখে হাসে
তার অন্তরে বিষ থাকে লুকায়িত
সুখের একটা মুখোশ থাকে পরিহিত
তুমিও একদিন মস্তবড় অভিনেত্রী হবে।
সুখে থাকার অভিনয়টা শিখে নিবে।


ভাল থাকার মুখোশে ঢাকবে নিজেকে।
গল্প লিখবে মনে মনে
বিবর্তিত নগ্ন  অশ্লীল প্রেমের।
যা তোমার অতীত ছিল।


ভদ্র থাকার অভিনয়টা তুমিই শেখালে।
তোমার সমাজ  আমার ভূমী
এ পৃথিবীর সংসাজা মানুষগুলো ।
রঙমাখা মানুষগুলো ।


একটা উপহাসে রুপ নেবে সব কিছু
যেমন পৃথিবীতে ঘটেছিল আগে
তেমনি একটা নাটক তৈরি হবে
এ প্রেমের নিরব ইতিহাস নিয়ে।
বিবর্তিত কাল্পনিক প্রেম
মিথ্যা ও অভিনয়ের দুনিয়াতে ।

No comments

Powered by Blogger.