ভালবাসার স্বপ্ন


ভালবাসার স্বপ্ন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -

ভালবাসার যে স্বপ্ন .
গড়েছিল নীল আকাশের পাখিদের দল।
সে স্বপ্ন আজ মলিন '

সেখানে অনাশ্রিতদের বসবাস।
সেখানে স্বপ্নরা তৃষ্ণার্ত আর ব্যথিত,
চারদিকে আগের আবহাওয়া নেই।
ভালবাসার তৃপ্ত , পরিতৃপ্ত স্বপ্নরা।

খেলা করে আমাকে নিয়ে।
এই আমি হাড়িয়েছি সেই স্বপ্নে
ভালবাসার অভাবগ্রস্ত স্বপ্ন।
ভালবাসার দেবীদের যেখানে বসবাস

প্রেমীক পুরূষ কবি হল যেখানে
সেই স্বপ্নে তুমি ছিলে
ভালবাসার দেবী হয়ে।
যে স্বপ্ন তুমি দেখেছ
যে স্বপ্ন দেখেছে তোমার ভাবনা
একটা ভালবাসার স্বপ্ন ।।
যে স্বপ্নে পৃথিবী আজো বিভোর।
সেটা ভালবাসার স্বপ্ন।


No comments

Powered by Blogger.