ছায়া মানবী - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন


ছায়া মানবী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন 



ছায়া মানবী তুমি।
কেন ভাবনাতে এসেছিলে?
কেন মায়া বাড়িয়ে দিলে?


মায়া বাড়িয়ে লাভ কি বল?
লাভ আছে কি তোমার?
দুংখ দিয়ে মনে।
স্বপ্ন দেখিয়ে কি সুখ নাও তুমি
কি সুখ খোঁজ স্বপ্নে এসে?



ছায়া মানবী
তোমাকে দেখার স্বাদ ছিল কি?
কল্পনাতে তবে কেন ?
বাস্তবতাতে তুমি কোথায়?



তুমি কি শুধুই স্বপ্ন?
নাকি ইথারের মত ছোয়া যায় না।
দৃষ্টির অগোচরে থাকো কি তুমি?
অনুভবে কল্পনাতে মিশে থাকো শুধু


কেন এই মিথ্যা খেলা ।
অবহেলার ছায়ামানবী ।

No comments

Powered by Blogger.