নষ্ট দেহ - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
নষ্ট দেহ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ছষ্ট নাকি দেহ,
নষ্ট করলো কেহ ,
নষ্ট যে করল ,
তাকে দেখেনা কেহ।
শুধু পচা দেহ নিয়ে পোকাদের টানাটানি
নষ্ট নারীর ,
নষ্ট দেহ,
নষ্ট করিল যে,
খোঁজেনা তারে কেহ
কলঙ্ক দিল যে,
কামাতুর হয়ে যৌবন জ্বলা মিটাইল যে পুরুষ।
তার কোন খবর নাই।
তাকে দেখে নাও।
চিনে নাও তাকেও।
অপরাধী যদি বলতেই হয়।
বিচার যদি করতে চাও মাতাব্বর সেজে।
তবে নর টাকে বের কর মানুষের চোখে।
মানুষ দেখুক ।
নষ্ট নারীকে কে নষ্ট করে।
রাতের আধারে ,
কে যায় পতিতা পল্লীতে,
কে যায় কুতুপুতু হোটেলে ,
রাত যাপন করে কে মিটাতে চায় যৌবন।
মানুষ দেখুক,
তার সম্মানী ভাইটা ,
কোথায় রস নিক্ষেপ করে।
বংশ প্রদিপ কোথায় জ্বালাচ্ছে।
তার ডি এন এ ,
তার রক্ত ,
কোথায় মানুষে রূপ নিচ্ছে।
দেখুক মানুষ গুলো,
জানুক সত্য কাহিণী।
নষ্ট করলো কেহ ,
নষ্ট যে করল ,
তাকে দেখেনা কেহ।
শুধু পচা দেহ নিয়ে পোকাদের টানাটানি
নষ্ট নারীর ,
নষ্ট দেহ,
নষ্ট করিল যে,
খোঁজেনা তারে কেহ
কলঙ্ক দিল যে,
কামাতুর হয়ে যৌবন জ্বলা মিটাইল যে পুরুষ।
তার কোন খবর নাই।
তাকে দেখে নাও।
চিনে নাও তাকেও।
অপরাধী যদি বলতেই হয়।
বিচার যদি করতে চাও মাতাব্বর সেজে।
তবে নর টাকে বের কর মানুষের চোখে।
মানুষ দেখুক ।
নষ্ট নারীকে কে নষ্ট করে।
রাতের আধারে ,
কে যায় পতিতা পল্লীতে,
কে যায় কুতুপুতু হোটেলে ,
রাত যাপন করে কে মিটাতে চায় যৌবন।
মানুষ দেখুক,
তার সম্মানী ভাইটা ,
কোথায় রস নিক্ষেপ করে।
বংশ প্রদিপ কোথায় জ্বালাচ্ছে।
তার ডি এন এ ,
তার রক্ত ,
কোথায় মানুষে রূপ নিচ্ছে।
দেখুক মানুষ গুলো,
জানুক সত্য কাহিণী।
No comments