নষ্ট খেলা - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
নষ্ট খেলা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
নষ্ট খেলাতে মেতে আছে এই পৃথিবী।
মানুষে মানুষে কি এক সভ্য খেলা ।
মানুষের সাথে উচু নিচু ভেদাভেদ।
রং নিয়েও ভেদাভেদ চলে গোপনে।
মানুষ গুলো চলে পশুদের নিয়মে।
মানুষ গুলো চলে
সব অনিয়মকে নিয়মের খাতায় এনে।
সবাই বলে ঘুস চলে না চাকরীতে,
রেলের টিকেট বিক্রি হয় না কালো বাজারে।
তবু লোকে করে ক্রয়।
অবৈধ পথে সব হয়।
টাকা ছাড়া চাকরী নাহি হয় ।
না হয় সুপারীশ ছারা ।
ভাল যে ছাত্র ,
পাবলিক বিশ্ববিদ্যালয় পাস ।
তারো লাগে সুপারীশ,
নেতার নয়তো কোন অধ্যাপকের ।
অপরিচিত কাউকে ,
দেয়না কেউ সুযোগ।
সব কিছুই করি হারাম টাকা ভোগ।
তার পর সেটাকে নিয়ম করে নিয়েছি।
কথা একটাই।
অনিয়ম গুলোই সবচাইতে বড় নিয়ম।
মানুষে মানুষে কি এক সভ্য খেলা ।
মানুষের সাথে উচু নিচু ভেদাভেদ।
রং নিয়েও ভেদাভেদ চলে গোপনে।
মানুষ গুলো চলে পশুদের নিয়মে।
মানুষ গুলো চলে
সব অনিয়মকে নিয়মের খাতায় এনে।
সবাই বলে ঘুস চলে না চাকরীতে,
রেলের টিকেট বিক্রি হয় না কালো বাজারে।
তবু লোকে করে ক্রয়।
অবৈধ পথে সব হয়।
টাকা ছাড়া চাকরী নাহি হয় ।
না হয় সুপারীশ ছারা ।
ভাল যে ছাত্র ,
পাবলিক বিশ্ববিদ্যালয় পাস ।
তারো লাগে সুপারীশ,
নেতার নয়তো কোন অধ্যাপকের ।
অপরিচিত কাউকে ,
দেয়না কেউ সুযোগ।
সব কিছুই করি হারাম টাকা ভোগ।
তার পর সেটাকে নিয়ম করে নিয়েছি।
কথা একটাই।
অনিয়ম গুলোই সবচাইতে বড় নিয়ম।
No comments