~~নারী ~ মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -






































~~নারী ~~~
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
নারী তোমার মন পেতে।
মানুষ গুলোর কত হাজার বাহানা '
ধরছে কত হাজার বায়না।।
কত কিছুর সাথে দিচ্ছে তোমার তুলনা।


তুমি আকাশ "
তুমি স্বপ্নের পরী '
তুমি চাঁদ "
আসলেই কি তুমি চাঁদ?
চাঁদটা কি লম্বা টে হয়???
নাকি চাঁদটা দেখতে গোল??


প্রশ্ন জাগে মনে..!!!""
তোমার কি আপন বলতে কিছু নেই?
তবে যে তোমাকে সবাই চাঁদ বলে।
তুমি কি চাঁদের মতো গুণবতী '
তবে চাঁদের তো নিজের আলো নেই।।


তুমিও কি তাই??
তোমার তুলনা তুমিই
অন্যকিছু হবে কেন?
তুমি নাকি পরী?
তবে কি তোমার অস্তিত্ব নেই?
তুমি কি শুধুই কল্পনা?
পরীতো আসলে সেটাই.
বাস্তবে তো পরী নেই!

আসলে তোমার তুলনা তুমি '
তুমি ও মানুষ ' রক্তে মাংসে।
পিপাসিত " আর জীবিত ,
অন্য সবার মত মানুষ '
তুমি ছায়া হবে কেন?
তুমি স্বপ্ন হবে কেন?
তুমি ও সবার মত মানুষ।
নিজেকে মানুষ ভাবতে শিখ '

জেনে নাও তুমিও কাঁদো 'হাসো।
তোমারো আছে সকল তারনা।
ওসব মিথ্যা বাণীতে নয়।
জাগ্রত হও সত্য বণীতে।

তোমারো আছে অধিকার '
সেই অধিকার জেনে নাও '
মিথ্যা বাণীতে আর পাগল হইয়ো না।
আজ ধোকার শিকার তোমরা '
যত দোষ হয় নন্দঘোসের '!

ধর্মকে ই এত কেন দোষারুপ '?
ধোকাতে পা দেওয়ার আগে।
প্রশ্ন কর নিজেকে '
আসলে কোনটা ঠিক।

No comments

Powered by Blogger.