চারদিকে হকার
চারদিকে হকার
মোঃ আব্দুল্লাহ আল মামুন
===========
চারদিকে হজার,
শিক্ষিত মানুষ বেকার,
টাকা আছে যার,
তার নামে গ্রন্থ আছে হাজার।
মোঃ আব্দুল্লাহ আল মামুন
===========
চারদিকে হজার,
শিক্ষিত মানুষ বেকার,
টাকা আছে যার,
তার নামে গ্রন্থ আছে হাজার।
ক্ষমতা যার হাতের ময়লা।
মানুষের জীবন তার কাছে কয়লা।
আমিও মানুষ,
ভোটার তালিকায় নাম আছে আমার।
এই দুনিয়া তাহাদের হাতে।
ক্ষমতা আছে যার মামার।
বুদ্ধিজীবী একটি দামি পেশা।
বুদ্ধি বিক্রয় করিয়া খায়।
রাজার চাটুকারিতায় মগ্ন জীবন।
আপনার বলে কিছু নাই।
আমিও মানুষ আমার আছে নাম।
এই নাম বিক্রি হয়না টাকায়।
ক্ষমতা আছে যার,
তার নামে দিবস পালিত হয়।
চারপাশে শুধুই অভিনয়।
অভিনয় আমিও জানি ,
অভিনেতা আমি নই।
তাহাদের দলে নাম লেখাতে,
আমি কি চেয়েছি ভাই?
মানুষ আছে, মানুষ বাঁচে।
মানুষ বাঁচে পশুর মতো,
কে দেখে আমজনতার মুখ?
নেতা সুখে থাকলেই, জনতার সুখ।
জনতা আশাকরি বেধে রাখে বুক।
মানুষের জীবন তার কাছে কয়লা।
আমিও মানুষ,
ভোটার তালিকায় নাম আছে আমার।
এই দুনিয়া তাহাদের হাতে।
ক্ষমতা আছে যার মামার।
বুদ্ধিজীবী একটি দামি পেশা।
বুদ্ধি বিক্রয় করিয়া খায়।
রাজার চাটুকারিতায় মগ্ন জীবন।
আপনার বলে কিছু নাই।
আমিও মানুষ আমার আছে নাম।
এই নাম বিক্রি হয়না টাকায়।
ক্ষমতা আছে যার,
তার নামে দিবস পালিত হয়।
চারপাশে শুধুই অভিনয়।
অভিনয় আমিও জানি ,
অভিনেতা আমি নই।
তাহাদের দলে নাম লেখাতে,
আমি কি চেয়েছি ভাই?
মানুষ আছে, মানুষ বাঁচে।
মানুষ বাঁচে পশুর মতো,
কে দেখে আমজনতার মুখ?
নেতা সুখে থাকলেই, জনতার সুখ।
জনতা আশাকরি বেধে রাখে বুক।
No comments