মতলবি মতবাদ - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -


মতলবি মতবাদ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
এ পৃথিবীতে হাজারো মতবাদ।
আস্তিকতাবাদ " নাস্তিকতাবাদ,
ধর্মবাদি মানুষ,  আছে উগ্রবাদ.।
আছে নারীবাদী "আছে পুরুষবাদ।

আছেগনতন্ত্রের মিথ্যা বাাণী,
আছে সমাজতন্ত্রবাদ।
আছে বিপ্লবী "আছে অত্যাচারী।
আছে প্রেমিক কবী সাধুবাদ।

মানবতাবাদী আজও পেলাম না।
সাধারন জনতার কথা কেহ শুনল না।
সবাই সবার আখের গোছাল ,
মিছিলে আন্দোলনরত জনগন মরল
আমজনতা হওয়া কি এমনই অভিশাপ?


এত মতবাদের ভিরে
কেউ দেখেনা আমজনতারে ।
কেউ দেখে না গরীবেরে ,
সবাই সবার মতবাদ বিলি করে।
বই লেখে তা ফেরি করে।

যত খবর প্রচার হয়
মিডিয়া "পত্রিকা "কাগজেতে।
সব কিছুর কলকাঠি তাদের হাতে।
তারা নারে চাবি দিয়ে।
আমাদের ধোঁকা দেয় তারা,
নিজ নিজ মতবাদ শুনিয়ে।

ওরা ভন্ড "
কোন আইন নাই
তাদের দিতে দন্ড ।

আমজনতা হওয়াটাই বুঝি ভুল।
স্বাধীনতা আর সৈরাচারীতা,
গণতন্ত্রের যত স্বপ্নের কথা
প্রজাতন্ত্রের যত আকুলতা
সব কিছুর পিছনে তাদের মাথা।


স্বাধীনতার বড় বড় ভাষন ,
শুনিয়ে ওরা নিতে চায় ,
ক্ষমতার দামী আসন ।
আর পিছনে পড়ে থাকে জনগন।

জনগনকেই করে তারা আঘাত।
ব্যবহার করে মতলবি মতবাদ।
আছে বিভিন্নপ্রকার দালাল,
মদ, জোয়াও এখন হালাল।

আছে মতলবি রাজনীতি
আছে রাগ ,সাথে অনুভূতি।
আছে পশ্চিমা, আছে বান্ধবী,
আছে ঝুই, আছে বিষাক্ত মাধবি।

কেউ ধরে কলম
কেউ ধরে চাপাতি, বন্দুক
কেও ভদ্রবেশে সেজে থাকে নিন্দুক।

সবাই নিজের মতবাদ নিয়ে লেখে বই '
কবিতা, উপন্যাস হাজার।
লেখক দিয়ে ভরে গেল ,বইয়ের বাজার।
তবু কেউ খোঁজনেয় না আমজনতার।

No comments

Powered by Blogger.