কাজী নজরুল - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কাজী নজরুল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন




বিদ্রোহে প্রেমে শিখিয়েছ তুমি ।
এপৃথিবীতে বাচার মানে।
ভালবাসার এক অনন্য যৌবন ছিলে
কত সুর মোদের দিলে।
কত গান এই পরানে বাজে।
নীশিতে জাগরনে ।
শয়নে স্বপনে ।
ভাবে এই মন ।

কি তোমার এই আগমন এই ধরাতে।
কি ছিলে তুমি।

কত কিছু দিলে গ্রহন করেছি শুধু ।
দেয়ার সাধ্য হয়নি কিছু।


করেছি কত যে ভুল ।
কবিতা লিখতে দিলাম মাশুল।
প্রেমে বিদ্রোহে তুমি নজরুল।
এ প্রেম শেষ হবে কি ?
কখনো কি তোমার তুল্য কেহ ?



যে স্বপ্ন তুমি জাগিয়েছো।
আজো সে পথে চলে কবিদের দল।
চলে এক ভিখারি বেশে।
চলে মুসাফির সুরের তালে  ।

No comments

Powered by Blogger.