শুভ সকাল বাংলাদেশ

শুভ সকাল বাংলাদেশ
=========
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
------------------------------


শুভ সকাল বাংলাদেশ,
ভোর হয়েছে, আসবে আবার নতুন প্রভাত।
যতো আছে শৈরাচারী ভুত।
তোমাদের  ভয়ে পালাবে।

একদিন গণতন্ত্র ফিরে আসবে।
আবার আসিবে  বাংলার সকাল।
আবার হাসবে আমজনতা।
আবার জীবনে আসবে শান্তির ছোয়া।
শুভ সকাল বাংলাদেশ।

শুভ সকাল আমার মুক্তিপাগল  বাঙ্গালি।
একদিন ভোর হবে, 
অসহায়  জনতা পাবে অধিকার।
জেগে উঠো আবার, 
জেগে উঠো আরেকবার।

একাত্তরে যেভাবে জেগেছিলে।
উনসত্তরে  তোমাদের দেখেছে সারা বিশ্ব।
 এরশাদ  ছেড়েছে  ক্ষমতা,
মনে আছে সেই দৃশ্য।


No comments

Powered by Blogger.