পৃথিবীর ডাক
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
ভাবনাতে ডুব দিয়ে ।
অশান্ত আমার এই ভাবনাগুলো।
খুঁজে অজানা পথের প্রান্ত .।
এই তো সেই পথ ।
যাহা আমার স্রষ্টা আমায় দিয়েছে দেখিয়ে ।
প্রকৃতি আমায় তার দিকে ডাকে ,
বলে চলে আয় .
যুদ্ধা বীরের দলে
চলে আয় সমূদ্রের নাবিকের ভিরে।
এই মহাসমূদ্রের বুকে ।
হে বীর চলে আয় ।
No comments